নতুন কিছু করার প্রচেষ্টা
আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা তাদের স্বাভাবিক জীবনের বাইরে একটু বেশি কাজ করে যাচ্ছেন এই সমাজের জন্য, দেশের জন্য।যারা তাদের ভিন্ন কাজের জন্য সবার কাছে অনুকরণীয় আদর্শ হয়ে আছেন। সফলভাবে নিরবে আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে এমন সব মানুষদের পর্দার পেছনের কিছু গল্প রয়েছে যা অনেকের কাছেই অজানা। এমন অজানা গল্প Do more সবার কাছে পরিচিত করার জন্যই অপেরা পরিবার আগস্ট মাসটি বেছে নিয়েছে। অপেরার সৌজন্যে পুরো আগস্ট মাস জুড়েই থাকছে এই অজানা গল্পগুলো।
গ্রাহকদের জন্য অপেরা মানেই বেশি কিছু। স্বাভাবিক থেকে একটু বেশি কিছু পেয়ে থাকে অপেরা ব্যবহারকারীরা। আর সেজন্যই Do More এর সাথে অপেরা পরিবার। অন্যান্য ব্রাউসারের তুলনায় অপেরা মিনি ডাটা সেভ করে বেশি, নতুন ভার্শনে সহজ ভিডিও ডাউনলোড অপশন, বিল্ট ইন এড ব্লক, দুর্বল নেটওয়ার্কেও সহজে ব্রাউস করতে পারা যায় বলে অপেরা মিনি সবার কাছে পছন্দের নাম। সারা বিশ্বে প্রায় ৪০ টিরও বেশি ভাষায় অপেরা সেবা দিয়ে যাচ্ছে তার ব্যাবহারকারিদের। এতে বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক মানুষ নিজের ভাষায় ইন্টারনেট ব্যাবহারের সুযোগ পাচ্ছেন আর তা অপেরার তাতে যোগাযোগের সিড়ি হিসেবে কাজ করছ। অপেরা এভাবেই ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হবার পর থেকেই বছরের পর বছর আপেরা আছে সবার সঙ্গে। অপেরার লোগো শুধুমাত্র তার প্রতিষ্ঠানের প্রথম অক্ষরের জন্যই না, এই লোগো আরও অনেক তাৎপর্য বহন করে। আরও বেশি নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন, আর বেশি মজা, আরও বেশি ডাটা সেভিংস আর অবশ্যই আপনাদের সাথে যোগাযোগটাও বাড়বে আরও বেশি করে। সঙ্গে থাকুন অপেরা পরিবারের আর সবার আগে নিত্য নতুন সব ফিচারের অভিজ্ঞতা নিন। আর নতুন অনেক গল্পের জন্য অপেক্ষা করুন যা অনুপ্রেরণা যোগাবে আমাকে,আপনাকে আর চারপাশের সবাইকে।
আরও জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন আর #DoMore লিখে সার্চ দিয়ে Do more নিয়ে আরও কিছু জেনে নিন।
Do More. A message that resonates with Opera’s vision. Look around yourself and you’ll find so many unknown faces doing extraordinary work in their limited circumstances. People devoting their lives for the betterment of the society without an expectation of a reward. Why not recognise these efforts? After all, they are the real stars, the real heroes.
This is what Opera Mini’s #DoMore initiative stands for. Throughout this initiative, we want to give a platform to the many unrecognised heroes in the country. Leaders who are bringing about a positive change in the society by doing more. This fits in well with Opera’s philosophy. We are trying to make lives easier by bringing people closer to the internet. With its data saving and fast browsing features, Opera Mini is a household name in the country. It’s time we returned the love we’ve received from the people of Bangladesh. By telling your stories!
So, join us in our small initiative to inspire the youth to #DoMore for the country. Follow us on Facebook for more updates as many live chats and interesting activities are planned for you.
ব্লগটি লিখেছেন
সৈয়দ মোহাম্মাদ আবু দারদা