#DoMore, Campaigns

অপেরার সাথে “সোলায়মান সুখন” এর কথোপকথন

Solaiman Shukhon

Solaiman Shukhon

অপেরাঃ আপনি তো একসময় বাংলাদেশ নৌবাহিনীতে ছিলেন, সেখান থেকে কর্পোরেট দুনিয়ায় কিভাবে?
সোলায়মান সুখনঃ আমি ব্যক্তিগতভাবে নৌবাহিনী খুব পছন্দ করি, ভালবাসি। সেখানে ছিলামও ৫ বছর, তবে  আমি নিজের মত করে চলতে, একটু স্বাধীনভাবে থাকতে চেয়েছি। আর আরেকটু ভাল আর্থিক সচ্ছলতা এই ব্যাপারগুলো আমাকে মুলত কর্পোরেট দুনিয়ায় নিয়ে আসে।       

অপেরাঃ আপনার কাছে “Do more” মানে কি?
সোলায়মান সুখন ঃ  মানুষের স্বাভাবিক জীবনের বাইরে এক্সট্রা কিছু করা, চারপাশের মানুষের জন্য এক্সট্রা একটু চাপ নেওয়া এটাই “Do more”। আমি খুব ভাল একটা জব করছি, ভাল ক্যারিয়ার আছে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে আমি আর কিছু করি। সেই চিন্তা থেকেই মানুষকে বিনোদন দিতে স্ট্যান্ডআপ কমেডি করেছি, মানুষকে সচেতন করতে ভিডিও ব্লগ করেছি। নিজে কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটু বেশি কিছু করা মুলত এটাই  “Do more”

অপেরাঃ বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে, এটি সম্পর্কে কি বলবেন?  
সোলায়মান সুখন ঃ এমন অনেক কাজ আছে যার জন্য মানুষজনকে অন্য কারও উপর নির্ভর করতে হত, কিন্তু ইন্টারনেট অনেক সহজ করে দিয়েছে সবকিছু। মানুষজন এখন নিজের কাজ নিজেই করতে পারছে যেকোনো প্রয়োজন নিজেই মেটাতে পারছে। ইন্টারনেট সবার জন্যই সমান সুবিধা প্রদান করছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছে।

অপেরাঃ অপেরা মিনি ব্রাউজার সম্পর্কে আপনার মতামত কি?
সোলায়মান সুখন ঃ আমাদের দেশে কিন্তু  ইন্টারনেটের খরচ এখনো অনেকটাই বেশি, আজও অনেকে হিসেব করে ডাটা খরচ করে। অপেরা মিনি ডাটা সেভ করে অন্যান্য ব্রাউজারের তুলনায় বেশি, কম খরচে বেশি ডাটা ব্যবহার করা যায় অপেরা মিনিতে, বেশি ব্রাউজ করা যায়। এছাড়া দুর্বল নেটওয়ার্কেও অপেরা মিনি ভাল কাজ করে। সহজে যেকোনো পেইজ লোড হয় যা খুব ভাল একটা সুবিধা বলে মনে হয় আমার কাছে।   

আমাদের এই #DoMore উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন।

In conversation with Solaiman Shukhon

Some of us follow the conventional norm and follow the safe route. But then, there are a few who think out of the box and work in a way that’s not only innovative but also impact-worthy! They go beyond and “Do More”. Their different approach to life becomes their identity.

One such person is Solaiman Shukhon, a former officer of the Bangladesh Navy, who has established himself quite gallantly in the corporate world. He is also known for his work as a stand-up comedian, and has created a niche for himself by making video blogs to create awareness.

Let’s find out what he had to share with his fans during a live chat with Opera.

Opera: Being a former Navy Officer, how did you get into the corporate world?
Solaiman Shukhon: I love the Navy. I was there for five years. However, I wanted to make my way and lead an independent life. Also, a need for better financial stability drove me to the corporate world.

Opera: What according to you is ‘Do More?’
Solaiman Shukhon: Apart from our daily routine, doing something extra or taking a little more pressure in order to prosper is “Do More’’ for me. I have a good job, a self sufficient career, yet I felt the necessity to “Do More”. This thought pushed me to entertain people with my comedy, to make them aware through my video blogs. Doing something out of my comfort zone is “Do More’’.

Opera: Internet users are vastly increasing in Bangladesh. What do you have to say about this?
Solaiman Shukhon: There are jobs for which people had to rely on someone else, but the internet made everything easier. People are now able to do their own work to meet their requirements. Internet provides equal opportunity for everyone & has created a level playing field.

Opera: What is your opinion on Opera Mini Browser?
Solaiman Shukhon: It cannot be called that internet bills in our country has reduced. Even today, for many people, the cost of the internet plays a very crucial role. Opera mini saves data more than any other browser and lowers the cost with maximum usage. Besides, Opera works well even in weak networks. It loads page easily which seems a great advantage to me.

So, did this inspire you to #DoMore in your life? Tell us in the comments below. Join us on Facebook to get your daily dose of inspiration!

ব্লগটি লিখেছেন

সৈয়দ মোহাম্মাদ আবু দারদা

10411856_10204532508925918_5674909397745896779_n


User comments



Opera

You deserve a better browser

Opera's free VPN, Ad blocker, and Flow file sharing. Just a few of the must-have features built into Opera for faster, smoother and distraction-free browsing designed to improve your online experience.

Download now