নানারকম মোবাইল-ইন্টারনেটের সমস্যা, সমাধান একটাই: Opera Mini
একবার বাইরে তাকানো যাক! নানান রকম মানুষ, তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে। একেক মানুষ একেকরকমভাবে, একেকরকম ভাষায় কথা বলে। একেক মানুষের ভালোলাগা মন্দলাগা একেকরকম। একইসাথে, অনেকের অনেককিছুই আবার মিলে যায়, সবাই পছন্দ করে ক্রিকেট, মুভি কিংবা পছন্দ করে পলিটিক্স নিয়ে চায়ের কাপে ঝড় তুলতে। এইসাথে আরো একটা ব্যাপার যোগ করা যায়, ব্যাপারটা হলো ‘মোবাইল-ইন্টারনেট নিয়ে হতাশা’।
মোবাইল ইন্টারনেটের হতাশা
দেশের যেকোন জায়গায় যান, বড় শহর, গ্রামগুলোতে… পাহাড়ে… সমতলে… যেখানেই হোক না কেনো সবখানেই একটা ঝামেলা খুব সমস্যার মধ্যে ফেলে দেয়। সমস্যাটা হলোঃ মোবাইল ইন্টারনেট; যেটা আপনি অকপটেই স্বীকার করবেন যে, শহরের বাইরে কোথায় গেলে সেখানে একটা ব্যাপার ঘটবেই সেটা হলোঃ মোবাইলে নেট স্লো। এবং, কখনো কখনো, বিশেষ করে ছুটির দিনগুলোর পর (কেন বলুন তো?) আপনার মোবাইলের নেট বিল দেখে আপনি ভড়কে যাবেন।
Opera Mini আপনার জন্য একটা দুর্দান্ত সল্যুশন। এটা সব রকমের অপেরেটিং সিস্টেমেই খুব দারুণভাবে চলে। Opera Mini এর ম্যাজিক্যাল কমপ্রেশন টেকনোলজি, যেটা ওয়েবপেজগুলোকে মুল সাইজ থেকে প্রায় ৯০ ভাগ পর্যন্ত সংকুচিত করে ফেলতে পারে। ফলে যেটা হয়, প্রথমে খুব দ্রুত পেজ লোড হয়ে যায়; এরপর আপনি বেশ মোটা ভলিউম ডাটা সেভ করতে পারবেন। এটা কোন সমস্যাই না যে আপনার মোবাইলের নেট কানেকশন স্লো থাকুক অথবা বার বার কমতে বারতে থাকুক, আপনি সবসময় অনলাইনে থাকবেন!
‘ব্রাউজ করুন, আপনার নিজের ভাষায়’
এখন থেকে Opera Mini ১৩ টি ভাষায় ব্যবহার করে নেট চালাতে পারবেন। আপনার নিজের ভাষাতেও স্ট্যাটাস লিখতে পারবেন ফেসবুকে। সবরকম ব্রাউজিং-ও করা যাবে নির্দ্বিধায়।
আপনার ফোনে Opera Mini পেতে পারেন গুগল প্লে অথবা Opera.com -এ। Opera Mini ব্যবহার করে আপনার অভিজ্ঞতা কিরকম, জানাতে পারেন কমেন্টে, অথবা আমাদের সাথে জয়েন করুন ফেসবুকে বা টুইটারে।