যে ৫টি কারণে অপেরা মিনি ব্রাউজারের রাজা

আচ্ছা, কোন ব্রাউজারটি এন্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে ভালো? মার্কেটে তো অনেক ব্রাউজার তাই আপনার কাছে বিকল্পও আছে। আকর্ষণীয় ডুডলের জন্য গুগোল ক্রোম, নিরাপত্তার জন্য ফায়ারফক্স কিংবা ইউসি ব্রাউজারও হয়ত পরখ করে দেখেছেন। কিন্তু সবচেয়ে বেশি ডাটা সেভ করা, মার্কেটের সবচেয়ে দ্রুত ওয়েব ব্রাউজার অপেরা মিনি ব্যবহার করেই দেখুন। এটি শুধু মোবাইলের ডাটা বাঁচাবে না ব্রাউজার চালানো নিয়ে আপনার হতাশাও দূর করবে।
যে ৫টি কারনে অপেরা মিনি-কে আপনি ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করবেনঃ
১) দ্রুত ব্রাউজ
আমরা আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো অপেরা মিনি বাজারের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার। সম্প্রতি নতুন পরীক্ষায় জানা গিয়েছে, অপেরা মিনি গুগল ক্রোম থেকে ৭২% এবং ইউসি ব্রাউজার থেকে ৬৪% বেশি দ্রুতগতির সেবা দেয়। ফেসবুক, গুগল সার্চ খুব অল্প সময়ে দ্রুত লোড হয় অপেরা মিনিতে, এর চেয়ে দ্রুত ব্রাউজিং আর কি আছে বলেন। ভাবছেন, এটি কিভাবে সম্ভব? কারণ, অপেরা মিনিতে রয়েছে কমপ্রেশন টেকনোলজি, যা আপনার ওয়েবপেজকে আসল পেজের তুলনায় ১০% ছোট করে ফেলে। এতে কম ডাটা খরচে আপনি আরও দ্রুত পেজ ডাউনলোড করতে পারবেন। চাইলে আপনি নিজের স্পীড টেস্ট করে দেখতে পারেন।
২) ডাটা বাঁচাও, টাকা বাঁচাও
ডাটা কম রয়েছে কিংবা প্রত্যেক এমবি হিসেবে পে করেন? তাহলে এমন ইন্টারনেট প্যাকেজ আপনার পকেট ফাকা করে দিতে পারে (বিশেষ করে যদি আপনি এখনও বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে থাকেন, “আবার রিচার্জ করা লাগবে?” হুম আমাদের সবারই এমন অভিজ্ঞতা ছিল)। এই সমস্যা সমাধানে আমরা হয়ত আপনার নেট বিল দিতে পারবো না, তবে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে, আপনাকে সবচেয়ে ভালো ডাটা প্যাকেজ-ই দিব। (হিন্টঃ এটি পাবেন আপনি সবথেকে সেরা ব্রাউজার ব্যবহার করে) অপেরা মিনি আপনার ৯০% পর্যন্ত ডাটা সাশ্রয় করবে। অপেরা মিনি গুগল ক্রোমের তুলনায় ৩.৫ গুন এবং ইউসি ব্রাউজার থেকে অর্ধেক কম ডাটা খরচ করে। আর অপেরা মিনিতে কতটুকু ডাটা খরচ বাঁচিয়েছেন চাইলে নিজেই তা বের করতে পারবেন।
৩) ব্লক অ্যাডস
অনেক সময় আপনার মোবাইল স্ক্রিনের অর্ধেকটা জুড়ে থাকে অপ্রয়োজনীয়, বিরক্তিকর বিজ্ঞাপনে। যা ব্রাউজারের গতি কমিয়ে দেয় আর অহেতুক ডাটা খরচ করায়। অপেরা মিনিই হচ্ছে একমাত্র মোবাইল ব্রাউজার, যাতে এড ব্লকার ফিচারটি বিল্ট ইন রয়েছে, যাতে একটি ক্লিকের মাদ্ধমেই সহজেই বিরক্তিকর এড থেকে মুক্তি পেতে পারেন। এড ব্লকার ফিচারটি চালু থাকলে ওয়েবপেজ আরও ৪০% বেশি দ্রুতগতিতে লোড হয়। শুধু তাই নয় কম্প্রেসনের দ্বারা যা ইতিমধ্যেই অপেরা মিনিতে রয়েছে তার মাধ্যমে এটি আরও ১৪% বেশি ডাটা সাশ্রয় করে। ব্লক এড+ দ্রুত ব্রাউজিং+ আরও বেশি ডাটা সবকিছু একটি শব্দেই সীমাবদ্ধঃ অপেরা।
৪) কম গতিকে বিদায় জানাও, ভিডিও দেখ মনের মত
আপনি যদি মোবাইলে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আপনি অবশ্যই অপেরা মিনি’র ভিডিও কম্প্রেসন প্রযুক্তিকে ভালবাসবেন। যা আপনার ভিডিও ডাটার আয়তন ছোট করবে, আর বাফারিং সমস্যা দূর করবে। আর ভিডিও বুস্ট ফিচার ভিডিও লোডিং হবার সময় কমিয়ে আরও দ্রুত লোড হতে সাহায্য করবে এবং ডাটা খরচও বাঁচাবে। শুধুমাত্র “O” মেন্যুতে চেপে হাই সেভিং মুড ওপেন করুন, তারপর ভিডিও বুস্ট অপশনে টিক দিন আর খুব কম প্রতিবন্ধকতা ছাড়াই ভিডিও দেখুন। এই সুবিধা কিন্তু সর্বপ্রথম অপেরাই এনেছে, এটিও কি জানেন? এন্ড্রয়েডের জন্য সেরা ব্রাউজার মানেই অপেরা। এ সুবিধা অবশ্য অপেরা মিনি আইওএস ভার্শনেও পাওয়া যাচ্ছে।
https://www.youtube.com/watch?v=EITgxwY7HXw
৫) নিজের ভাষাতেই ব্রাউজ কর ইচ্ছেমত
অপেরা মিনি ৯০টিরও বেশি ভাষাতে ব্যবহার করা যায়। তার মধ্যে কিছু হচ্ছে আরবি, হিব্রু, পার্সিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান, ইন্দোনেসিয়ান, অসামিয়ান, গ্রিক, কোরিয়ান, ডাচ, চাইনিজ, বাংলা, ইতালিয়ান, কাশ্মীরি, ভিয়েতনামিজ, উর্দু, ক্রোয়েশিয়ান, আফ্রিকান, মালায়লাম, ফ্রেঞ্জ, রাশিয়ান, মারাঠি, তামিল, স্লোভাকিয়ান, উড়িষ্যা, স্প্যানিশ, পাঞ্জাবী, নরওয়েজিয়ান, জার্মান, পোলিশ, জাপানিজ, তেলেগু, ডেনিশ এবং আরও অনেক ভাষা। সেটিং অপশন থেকে পছন্দমত ভাষা নির্বাচন করুন আর নিজ ভাষাতেই ঘরে বসে কথা বলছেন এমন অনুভূতি উপভোগ করুন।
আমাদের অনেক অসাধারণ ফিচারের মধ্যে “ডিসকভার” ফিচারটির মাধ্যমে প্রতিদিন নতুন সব সুবিধা গ্রহন করতে পারবেন। এমনকি নাইট মুডে অন্ধকারে আপনার মোবাইলের উজ্জ্বল স্ক্রিন আপনার চোখ পিটপিট করবে না। এছাড়া আপনার পছন্দের ওয়েবসাইটগুলো শর্টকার্টে স্পীড ডায়াল লিস্টে রেখে দিতে পারেন, যেন আপনার প্রিয় সাইটগুলো আঙ্গুলের কাছাকাছিই থাকে।
কেন অপেরা মিনি বেঁছে নিবেন সেজন্য এখানে হয়ত আমরা ৫টি কারণ বলেছি, ভবিষ্যতে হয়ত এরকম আরও বলব।
তো, কি ভাবছেন? এন্ড্রয়েডের জন্য “অপেরা মিনি” সেরা তাইতো? আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্তপূর্ণ। তাই কমেণ্টে আপনার মতামত লিখে জানান। কিংবা ফেসবুকে ইনবক্সেও লিখে পাঠাতে পারেন।